কাল লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ

  30-07-2020 04:53PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরের ১১ গ্রামে আগামীকাল শুক্রবার পালন করা হবে ঈদুল আজহা। সৌদি আরবকে অনুসরণ করে ৪১ বছর ধরে ধর্মীয় সব অনুষ্ঠান পালন করে আসছেন ওইসব গ্রামের সহস্রাধিক বাসিন্দা।

সকাল ৬টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাঠে ঈদুল আজহার নামাজ হবে। এতে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমামতি করার কথা রয়েছে।

এছাড়া সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও পাঠানবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খাঁনের ইমামতি করার কথা রয়েছে। এ মসজিদে কুমিল্লা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করবেন।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠে। তারা পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেয়া হবে।

মাওলানা আমিনুল ইসলাম খাঁন জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রা.) এর অনুসারী। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন