নারায়ণগঞ্জে এক নারীর একসঙ্গে তিন সন্তান প্রসব

  04-08-2020 12:33AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুমাইয়া (২০) নামের এক প্রসুতির একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ট হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা এখন পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে গত ১ আগষ্ট শনিবার পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকার সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালে।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগরীহাট এলাকার হাসান মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া আক্তার (২০) প্রসব ব্যাথা নিয়ে গত শনিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন। সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. শিউলী সরকার জানান, মা ও জমজ ৩ বাচ্চা সবাই ভাল আছে। তবে মেয়ে বাচ্চাটি ওজনে কম হয়েছে।

প্রসুতি সুমাইয়ার শাশুড়ি ফজিনা বেগম বলেন, একসঙ্গে তিন নাতি-নাতনী পেয়ে আমরা খুবই খুশি।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান জানান, একসঙ্গে তিন বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তাদের হাসপাতালে এটাই প্রথম। এছাড়াও গত জুলাই মাসে আমাদের হাসপাতালে ১১টি নরমাল ডেলিভারি হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন