হিলি স্থলবন্দর চালু

  05-08-2020 03:54PM

পিএনএস ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

এর আগে ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দরে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে বুধবার সকাল থেকে আবারও দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন