শেরপুরের পুলিশ সুপারের করোনা পজিটিভ

  08-08-2020 05:18AM

পিএনএস ডেস্ক: শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তার করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এসপি কাজী আশরাফুলসহ জেলায় করোনায় ৩২৮ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৬ জন পুলিশ সদস্য রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯১ জন। আর আক্রান্তদের ৪ জনের মধ্যে মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ জানান, জেলায় করোনা সংক্রমণের শুরু থেকেই এসপি কাজী আশরাফুল আজীম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন।

বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কাটাসহ করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন