কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

  11-08-2020 03:57PM

পিএনএস ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানায় খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে ,ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সুইং সেকশনের শ্রমিকদের নাইট ডিউটি করার সময় রাতের নাস্তা হিসেবে ডিম, কলা ও কেক দেওয়া হয়। ওই খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে উপজেলা তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তার শাকিল আহমেদ জানান, ফুড পয়জনিং সমস্যার কারণে তাদের এই সমস্যা হয়েছে। তবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, শুনেছি কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন। শ্রমিকরা যাতে কোনো বিঙ্খৃলা না করতে পারে, সেজন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন