পানি কমলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা কমেনি

  14-08-2020 03:28PM

পিএনএস ডেস্ক: পদ্মার পানি রাজবাড়ী অঞ্চলে কমতে থাকায় গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলে বসবাসরত কিছু কিছু মানুষের বাড়িঘর থেকে পানি নেমেছে। তবে অধিকাংশ বানভাসিদের বাড়িঘর এখনও জলাবদ্ধ অবস্থায় রয়েছে।

ধীরে ধীরে পানি নামায় এখনও বেশিরভাগ দুর্গত মানুষদের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে আছে। অনেকের বাড়িতে পানি নামলেও সেসব স্থানে এখনও রয়েছে কাদা-পানির দুর্ভোগ। অনেকদিন ধরে বিভিন্ন স্থানে থেকে কিছু মানুষ কাদা-পানির মধ্যেই বাধ্য হয়ে নিজ বাড়িতে যাচ্ছেন।

আবার অনেকে পানি না নামায় রয়ে যাচ্ছেন স্কুল বা মাদ্রাসার ঘরে। এদিকে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে বড় ধরনের লোকসানে পড়েছে চাষিরা।

তবে কিছু কিছু মানুষ বাড়ি ফিরলেও কাদার কারণে অনেক কষ্টের মধ্যে বসবাস করতে হচ্ছে। গবাদিপশু ও শিশুদেও নিয়ে বেশি সমস্যা হবে তাদের। রান্নাবান্না, গবাদিপশু ও শিশু বাচ্চাদের নিয়ে পড়েছেন বিপাকে। এছাড়া গবাদিপশুর খাদ্য সঙ্কট রয়েছে বানভাসিদের। সবকিছু তলিয়ে যাওয়ায় আয়-রোজগার বন্ধ হয়ে অনেক কষ্টে যাচ্ছে তাদের প্রতিটি মূহুর্ত।

জমি তলিয়ে এসব অঞ্চলের অনেক ফসল নষ্ট হয়েছে। এতে সাধারণ কৃষকেরা আর্থিক লোকসানের মধ্যে পড়েছেন। ৪শ' ছোট বড় মাছের ঘের তলিয়ে মাছ চাষিদের প্রায় ৭৩ লাখ টাকার লোকসান হয়েছে। দুর্গত অনেক স্থানে এখনও সরকারি ত্রাণ পাননি বানভাসি এসব মানুষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন