মুন্সীগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  14-08-2020 10:40PM

পিএনএস ডেস্ক : মুন্সীগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে তন্দ্র (১২), হাফসা আক্তার (৭) ও আরফাত (৭) নামের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার গুহের কান্দি গ্রামে নৌকাযোগে ঘুরতে বের হলে নৌকা উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘাটে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারে মাঝে শোকের মাতম চলছে।

মৃত ৩ শিশু মামাতো ফুফাত ও খালাতো ভাই বোন বলে জানা গেছে। এদের মধ্যে আরাফাত গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে, তন্দ্র একই গ্রামের তৈয়ব আলীর মেয়ে ও হাফসা আক্তার শহরের পশ্চিম দেওভোগের আজিম হোসেন এর মেয়ে।


স্থানীয়রা জানান, পানিতে ডুবে মৃত ৩ শিশু স্বজনদের সাথে নৌকা যোগেঘুরতে বের হলে মাঝ পুকুরে নৌকাটি উল্টে যায়। এসময় সাঁতার জানা সবাই তীরে উঠতে পারলেও ডুবে যায় ৩ শিশু। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে পরে ৩ জনের দেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। এবিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন