ধামরাই পৌরসভার মেয়র করোনাক্রান্ত

  15-08-2020 10:17AM


পিএনএস ডেস্ক: ঢাকার ধামরাই পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। বর্তমানে নিজ বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানান মেয়র।

স্থানীয়রা জানান, করোনার প্রথম থেকে পৌরসভার মেয়র গোলাম কবির করোনাভাইরাসের বিষয়ে জনসচেতনতা, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। তারপর করোনায় দুস্থ ও অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও বিভিন্ন ওষুধপত্র দেন। নিজের চিন্তা না করে পৌরবাসীকে রক্ষা করতে করোনা মোকাবিলায় কাজ করেছেন। এ করোনা যুদ্ধ করতে করতে তিনি নিজেই আক্রান্ত হয়েছে। তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পৌরসভার মেয়র গোলাম কবির জানান, করোনার মাঝেই ধামরাইয়ে বন্যায় পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। তাদের নিয়মিত খোঁজখবর ও তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়ে আজ আমি করোনায় আক্রান্ত। তবুও পৌরবাসীর সুরক্ষায় তাদের পাশে আছি। তিনি শোকের এ ১৫ আগস্টের দিনে পৌরসভাসহ ধামরাইয়ের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন