বিএসএফ আসতে না পারায় সীমান্ত সম্মেলন স্থগিত

  13-09-2020 11:26PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেসের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিএসএফ প্রতিনিধিদলের যে উড়োজাহাজে ঢাকায় আসার কথা ছিল, শেষ মুহূর্তে তাতে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। ফলে তারা রোববার ঢাকায় পৌঁছাতে পারেননি।

তিনি আরো বলেন, ঢাকা থেকে দিল্লি ও কলকাতার সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকায় ঠিক হয়েছিল, বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে আসবেন। কিন্তু ‘চূড়ান্ত সময়ে’ বিএসএফের এয়ারক্রাফটে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

সম্মেলনের নতুন সময়সূচি এখনও ঠিক হয়নি বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ৬ দিনের এই সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের নতুন প্রধান রাকেশ আস্থানার এই আলোচনায় নেতৃত্ব দেয়ার কথা ছিল।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন