সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যু

  15-09-2020 03:12AM

পিএনএস ডেস্ক : পূর্ব সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরার সময় সাপের কামড়ে মো. আবু হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

মৃত আবু হাওলাদার উপজেলার সোনাতলা গ্রামের হরমুজ হাওলাদারের পুত্র।

সঙ্গীয় জেলে নাছির জানান, তারা তিন জেলে রোববার সকালে বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরতে যান। রাতে জাল থেকে মাছ ছাড়ানোর সময় জালে পেঁচানো একটি সাপ আবুকে কামড়ে দেয়। গহীন বন থেকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে শরণখোলা উপজেলা সদরে রওনা হন। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন। ওই দিন বিকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বৈধভাবে মাছ ধরতে গিয়ে বন্যপ্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে তার পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা দেয়ার নিয়ম রয়েছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন