সুন্দরগঞ্জে নারী বান্ধব মার্কেট কর্ণার স্থাপন নিয়ে আলোচনা

  15-09-2020 03:35PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্থানীয় বাজারে নারী বান্ধব মার্কেট কর্ণার স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে, একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, একশন এইড বাংলাদেশের ডিপুটি ম্যানেজার মার্কেটিং খাইরুজ্জামান, সিনিয়র অফিসার মনিটরিং সাইদুল ইসলাম, উপজেলা নারী উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি মিলি খাতুন, বাজার কমিটির সভাপতি সাহাদৎ হোসেন, এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও রুমা খাতুন, এফএফ মশিউর রহমান, হোসনে আরা প্রমুখ। সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে নারী বান্ধব মার্কেট কর্ণার স্থাপনের বিষয় নিয়ে বিভিন্ন দিক সমুহ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারি। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, নারী উদ্যোক্তা, বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন