পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে পৌঁছালো!

  15-09-2020 06:14PM

পিএনএস ডেস্ক: ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার খবর পেয়ে লক্ষ্মীপুরের রায়পুরে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। রায়পুরে পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে পৌঁছালো।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর শহরে প্রতিটি দোকানে পেঁয়াজ ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি।

একদিনের ব্যবধানে প্রায় দিগুণ দাম বেড়েছে পেঁয়াজের। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ২৪ ঘণ্টা পার না হতেই দেশের বাজার এবং জেলা উপজেলা পর্যায়ে এমন দাম বাড়লো।

সরেজমিনে গেলে ব্যবসায়ীরা জানান, মোকাম থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে সেজন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং পাইকারি বাজারে ১০ বস্তা কিনতে চাইলে তারা ২ বস্তা বিক্রি করছে। এতে আমাদের বেশি দামে বিক্রি করা ছাড়া কোন উপায় নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন