ডিমলায় বেদের বহরে ত্রাণ সামগ্রী বিতরণ

  18-09-2020 05:50PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলায় টানা কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি পাতের ফলে গৃহপালিত পশুকে নিয়ে চরম দুরবস্থায় ভুগছে মানুষ। এদিকে বাহির থেকে জীবিকার অন্বেষনে আসা বেদের একটি বহর উপজেলা খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পুল সংলগ্ন মাঠে তাবু টেনে দিন যাপন করছেন। বৃষ্টির ফলে কর্মক্ষম বেদের দল খাদ্য সংকটে পরলে বিষয়টি ৭নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের খাদ্য সংকট নিরষনে ব্যবস্থা গ্রহন করেন।

১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রকল্প বাস্তবায়ন ত্রাণ সহায়তায় বেদের ২০টি পরিবারের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনা মূল্যে চাউল ১০ কেজি, ডাল ১ কেজি,১ কেজি, আয়োডিন যুক্ত লবণ ১ কেজি, তৈল ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, ওলুডুস্৫০০ গ্রাম করে বিতরণ করা হয়।

অপরদিকে, উক্ত ইউনিয়নের ছোটখাতা মৌজার অসহায় ৫ পরিবার ও ডালিয়া গোডাউনে হাট মৃত আব্দুল জব্বার এর স্ত্রী ছবিতন বেওয়া করোনায় আক্রান্ত হলে ৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ৭নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন