সুন্দরগঞ্জে বৃষ্টি হলেই হাটু পাটি

  19-09-2020 05:17PM

পিএনএস, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন চত্বরে বৃষ্টি হলেই হাটু পানি জন দূর্ভোগ চরমে। সরেজমিনে দেখা গেছে শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিস ও শহীদ মিনারের সামনে সামান্য বৃষ্টিপাত হলে হাটু পানি জমে । পানি নেমে যাওয়ার ব্যবস্থা না থাকায় সেখানে মারাত্বক কাদায় পরিনত হয়েছে। জমে থাকা পানিতে স্থানীয় কয়েক জন দোকানদার ময়লা আর্বজনা ফেলার কারনে সেখানে দুঃগন্ধের সৃষ্টি হয়েছে। ফলে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন বর্ষা মৌসুম শেষ হলে মাটি ভরাট করে সমস্যার সমাধান করা হবে। উপজেলার পাঁচপীর হাট সংলগ্ন ম্যাজিক স্ট্যান্ডের উত্তর পার্শ্বে রফিকুল মেম্বারের দোকানের সামনে পানি নেমে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে জনৈক এক ব্যক্তি। জেলা পরিষদের আওতাধীন এই পাকা রাস্তায় দীর্ঘ ৬/৭ মাস ধরে পানি জমে থাকায় রাস্তার বিটুমিন ওঠে গেছে। রাস্তায় পানি জমে থাকায় যানবাহন চলাচল ও পথাচারীরা মারাত্বক দূর্ভোগের শিকার।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন