ডিমলায় করোনাকালে অনবরত সেবা দিচ্ছেন একজন ডাক্তার, শুন্যপদ পূরণের দাবি

  21-09-2020 08:33PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দেশে চলমান কোবিড -১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখে অনবরত সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার মোঃ তারেকুজ্জামান তারিকুল । এ ক্ষেত্রে এফ ডব্লিউ ভি পদটি শুন্য থাকায় স্বাস্থ্যসেবায় অনেকটা হিমসিম খেতে হচ্ছে । আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত চলমান সংকট নিরশন করবেন। উত্তর জনপদের নীলফামারী ডিমলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন অর্ন্তগত পূর্ব প্রান্তে বন্যাকবলিত ছাতুনামা ও ভেন্ডাবাড়ী মৌজা ১২ মাসের মধ্যে ১০ মাসে থাকে জলাবদ্ধতা পথঘাট বলতে কিছুই নাই সেই দূর্গম অঞ্চল থেকে আশা রোগী সহ উত্তরে ৭নং খালিশা চাপানী, দক্ষিনে গোলমুন্ডা ও বালাগ্রাম ইউনিয়ন থেকে ছুটে আশা রোগীকে নিয়ে ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ।সরেজমিনে গিয়ে উক্ত কেন্দ্রে কি কি রোগের সেবা দেওয়া হয় এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রে ইনচার্জ ডাক্তার মোঃ তারেকুজ্জামান তারিকুল বলেন প্রসব পূর্ববতী ও পরবর্তী ,গর্ভকালীন চেকআপ ,প্রসব ২৪ ঘন্টা ,সাধারন রোগী মা ও শিশু এবং কিশোর কিশোরী সেবা প্রদান করা হয় ।

কেন্দ্রটিতে প্রয়োজনের তুলনায় জনবল কম বর্তমানে রয়েছে ল্যাম্প শো- প্রকল্পের একজন সিএস বি এ ফেনসি আক্তার , স্বাস্থ্য ভলানটিয়ার সুচিত্রা রানী সেন এ নিয়ে চলছে কেন্দ্রটি ।এফ ডব্লিউ ভি শুন্যপদটি পূরন হলে আরো সেবার মান বৃদ্ধি হবে। এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুর রহমান বলেন আমার ইউনিয়ন বাসী জেন সঠিক সময়ে সঠিক সেবা টুকু পায় ডাক্তার ও সেবিকাদের কাছে এমন প্রত্যাশা সর্বদায় করি । শুন্যপদের ক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে । আশা করি কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখবেন।

পিএনএস/এসআইআর




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন