ভারতীয় শাড়ি, কসমেটিকসসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

  23-09-2020 12:08AM

পিএনএস ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর গেট দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানবাড়ি কুজার বাজার এলাকার ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ছমির উদ্দিনের বাড়ি থেকে তিনটি চটের বস্তায় ১০০ পিস ভারতীয় জড়জেট শাড়ি, বিভিন্ন প্রকার কসমেটিকস্ ও ১টি ব্যাটারিচালিত অটোভ্যানসহ দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটককৃত মালামালের মূল্য ৪ লাখ ৯২ হাজার ২৮০ টাকা।

আটককৃতরা হলেন- কুচলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানবাড়ি কুজারবাজার এলাকার আব্দুল গণির ছেলে ছমির উদ্দিন (৩৮), দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালারডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৫০)।



এছাড়াও অপর এক আসামি দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা সাইদী (৪৫) কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘চোরাচালান মামলায় আটককৃত দুই আসামিকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’


পিএনএস /জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন