সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর কর্মকর্তার মৃত্যু

  23-09-2020 11:09PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ট্রেনে কাটা পড়ে এক নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের নেভী গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (২৪)। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌবাহিনী কর্মকর্তা মাসুদ রানা সীতাকুণ্ডের ভাটিয়ারীর মাদামবিবিরহাট বানৌজাতে ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি অসতর্কতাবশত কর্মক্ষেত্রের সামনেই চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন।
এসময় তার সহকর্মীরা উদ্ধার করে সিএমএইচে নিয়ে ভর্তি করার পর রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর কর্মকর্তা মাসুদ রানা ট্রেনে কাটা পড়লে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে তা তিনি নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে আইনগত পদ্ধতি অনুসরণ করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে তিনি জানান।

পিএনএস /জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন