কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের প্রাণহানি

  24-09-2020 11:20AM


পিএনএস ডেস্ক: কুড়িগ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালীন বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। হুড়োহুড়ি করে দৌড়াতে গিয়ে আহত হয়েছে আরও ৬ জন নৌকাবাইচ দর্শক। নিহত যুবকের নাম মামুন হোসেন (২২)। সে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাই ঝাড় গ্রামের মহুবর রহমানের ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাইঝাড় গ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে। নৌকাবাইচ চলাকালীন আকস্মিকভাবে বজ্রপাত ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাই ঝাড় গ্রামে প্রতিবছরের ন্যায় নদীতে পানি বৃদ্ধি পেলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে অনুষ্ঠিত নৌকাবাইচ চলাকালীন ওই এলাকায় হঠাৎ করেই বজ্রপাত ঘটে। এতে তাৎক্ষণিক ওই যুবকের মৃত্যু ঘটে। এসময় তাড়াহুড়ো করে দৌড়ে যেতে আহত হয়েছে আরো নৌকাবাইচ দেখতে আসা ৬ দর্শক। তম্মধ্যে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলার পাঁচগাছী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বজ্রপাতে একজনের মৃত্যু ও আহতের বিষয়টি নিশ্চিত করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন