হাতিয়ায় ট্রলার ডুবি, নিহত ২

  25-09-2020 09:31PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে স্রোতের টানে উল্টে গিয়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে এ দূর্ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।

মৃত জেলেরা হলো- উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো.রহমতের ছেলে মো.ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো.ফারুখের ছেলে রাজিব (১২)।

জানা যায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য নদীতে যায়। নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৮ জেলে সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলেও ২ জেলে তখন নিখোঁজ হয়। অনেক খোঁজা খুজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ আজ সকালে উদ্ধার করে অন্য জেলেরা।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাকীদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন