সুন্দরগঞ্জে সবজি বীজ বিতরণ

  29-09-2020 06:31PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২০-২০২১অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্নবাসন কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প ও মধ্য মেয়াদী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম মাঠে সবজি বীজ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি শাকিল আহমেদ, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে এম ফরিদুল হক, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, পিপিআই সাদেক হোসেন প্রমুখ। পরে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসারসহ অতিথিবৃন্দ। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ৪৭০ জন কৃষকের মাঝে লালশাক, পালংশাক, মুলাশাক, কলমিশাক,পাটশাক, ডাটাশাক, পুঁইশাক, শসা, লাউ, মিষ্টি কুমড়া, শিম, করলা, মরিচ, বরবটির বীজ দেয়া হবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন