পাইকগাছায় দু'শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

  15-10-2020 05:37PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু পৌর সদরের দুটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল একাডেমিক ভবন নির্মাণ কাজের মান যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয় ও সরকারী উচ্চ বিদ্যালয়ের লিপ্ট সহ ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৫ কোটি ৭৮ লাখ করে টাকা বরাদ্ধ হয়েছে। এবং এটি বাস্তবায়ন করছেন মের্সাস মোজাহার এন্টারপ্রাইজ প্রাঃ লিঃ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধ্,ু প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার, উপ-সহকারী আকরাম হোসেন শিক্ষকবৃন্দ প্রমুখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন