শেরপুরে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল

  15-10-2020 10:00PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. কামাল সেখের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সংগঠনটির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কারিমুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম ইফতেখার শামীম, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ ইমরান, মানিক সেখ, ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা, সৌরভ আহম্মেদ সুমন প্রমূখ। সমাবেশে শ্রমিকলীগ নেতার বাড়িতে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামি ২৪ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় রাজপথেই কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনক হামলার জবাব দেয়ার হুঁশিয়ারী দেন তারা। এরআগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত: বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরধরে গত মঙ্গলবার (১৩অক্টোবর) রাত অনুমান সাড়ে তিনটার দিকে পৌরশহরের টাউন কলোনী এলাকাস্থ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কামাল সেখের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। আর এই হামলার ঘটনার নেতৃত্ব দেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজমুল আলম খোকন। পরবর্তীতে ওই প্যানেল মেয়রকে প্রধান আসামি করাসহ বেশকয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেন শ্রমিক নেতা কামাল সেখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন