পাইকগাছায় দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

  16-10-2020 09:47PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিভিন্ন হাট-বাজারে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যিক শহর কপিলমুনিসহ বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্যের বাজারদর তদারকি করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম। এসময় তিনি সরকারি নির্ধারিত মূল্যে ৩০ টাকা দরে আলু বিক্রয়ের জন্য খুচরা ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। তাছাড়া ৪৮ টাকা কেজি দরে আলু বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ব্যবসায়ীদের উপর। এমনকি এর কোনো প্রকার ব্যাতিক্রম হলে সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি এখন থেকে প্রায় প্রতিদিনই পাইকারী ও খুচরা বাজার মনিটরিং চলবে। মূল্য বেশি নেওয় হচ্ছে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন