নীলফামারীর ডোমারে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ

  17-10-2020 04:02PM


পিএনএস ডেস্ক: “নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় একযোগে নীলফামারীর ডোমার উপজেলায় ১৩টি স্থানে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩টি বিটে পৃথকভাবে ডোমার থানা পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন পরিষদ বিটে ইউপি চেয়ারম্যান ও পৌরসভা বিটে কাউন্সিলরদের সভাপতিত্বে সমাবেশগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, নারী নেত্রী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বিভিন্ন সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশগুলোতে নারীদের উপস্থিতি ছিল অনেক বেশি।

বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের সাথে সাধারণ মানুষ এক সাথে কাজ করলে অচিরেই ধর্ষণ ও নারী নির্যাতন দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন