এখন মানুষ পুলিশের কাছেও নিরাপদ নয় : লুনা

  18-10-2020 11:41AM


পিএনএস ডেস্ক: সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও দলটির ‘নিখোঁজ’ নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। আর নিরাপত্তা নিশ্চিত করা যাদের দায়িত্ব সেই পুুলিশ বাহিনীর কাছেও এখন মানুষ নিরাপদ নয়। দেশে গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে। এসব থেকে পরিত্রাণ চায় দেশের মানুষ।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরেরবাজারে দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদ খানের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি সামছুজ্জামান সমছু, আহ্বায়ক কমিটির সদস্য লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ নূর উদ্দিন প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন