নীলফামারীর জলঢাকায় শেখ রাসেল শিক্ষা বৃত্তি প্রদান

  18-10-2020 02:23PM


পিএনএস ডেস্ক: 'শতফুল ফুটতে দাও' সংস্থার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন ও তার আদর্শ লালন করার জন্য নীলফামারীর জলঢাকা উপজেলা চতুর্থ শ্রেণির ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শেখ রাসেল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, সংস্থার প্রধান নির্বাহী আব্দুল মালেক, সংস্থার প্রধান উপদেষ্টা তৌফিকুর রহমান প্রমুখ।

পরে ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়। 'শতফুল ফুটতে দাও' সংস্থার প্রধান নির্বাহী আব্দুল মালেক বলেন, জলঢাকা উপজেলায় শুরু হলেও আগামী দিনে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন