শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

  21-10-2020 12:16AM

পিএনএস ডেস্ক : পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বেসরকরি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ১৮৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন মাত্র ৭৬৭ ভোট। বিএনপি প্রার্থী খান মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম ও বিএনপি প্রার্থী খান মতিয়ার রহমান কমভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মদ মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা জানান, শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলার ৩৩ টি কেন্দ্রে মোট ৮৯ হাজার ৩৩৭ জন ভোটারের মধ্যে ৬০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন