সরাইলে শহীদ ইকবাল আজাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা

  22-10-2020 05:05PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মুজিব জন্ম শতবার্ষিকীতে প্রাণপ্রিয় নেতা শহীদ এ,একে, এম ইকবাল আজাদ এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী,পুষ্প মাল্য অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ) বিকালে ৮তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে সরাইলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র‌্যালীটি উচালিয়া পাড়ার মোড় ঘুরে অন্নদা মোড়ে শহীদ ইকবাল আজাদ চত্বরে পুষ্প মাল্য অর্পন করার সময় আবেগাপ্লুত চোখের পানিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।শহীদ ইকবাল আজাদের সহধর্মীনি ব্রাহ্মণবাড়িয়া ৩১২ মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।পরে দলীয় নেতাকর্মীদের'কে নিয়ে সরাইল উপজেলা নোয়াগাঁ ইউনিয়নে আখিঁতারা বাজার মাঠে শহীদ ইকবাল আজাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে আজ বিকাল পাচঁটায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ব্রাহ্মণবাড়িয়া (৩১২ মহিলা) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয়, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তালেব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহমদ মৃধা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী শেলভী,যুবলীগ নেতা মোঃ জাবেদসহ এসময় উপজেলা, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মাওলানা মোঃ মনিরুজ্জানের পরিচালনায় দোয়া মাহফিলে শহীদ এ.কে.এম ইকবাল আজাদসহ সকল শহীদের আত্নার মাঘফেরাত কামনা করেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শহীদ এ,কে,এম ইকবাল আজাদে'র হত্যা মামলা চালু করা হবে। করোনার জন্য এ মামলা এতোদিন বিলম্ব হয়েছে।শহীদ ইকবাল হত্যার আসামীরা আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। এটি আমাদের বিশ্বাস,এ দেশে বিচার আছে,অচিরেই এ হত্যার বিচার কাজ শুরু হবে। আপনাদের প্রিয়নেতাকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে।এ সময় বক্তরা আরোওবলেন, শহীদ ইকবাল আজাদের হত্যার বিচারের রায় সরাইলের মাঠি আপনারা দেখতে পারবেন।

উল্লেখ্য,সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা এ.কে.এম ইকবাল আজাদের ৮তম শাহাদৎ বাষির্কী। আজকের এই দিনে ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলার অন্নদা স্কুলে মোড়ে নিজ দলের কতিপয় নেতাদের হাতে প্রকাশ্যে খুন হয় এ. কে. এম ইকবাল আজাদ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন