ডিমলায় ডু সামথিং ফাউন্ডেশনের ঘর প্রদান

  22-10-2020 09:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : আত্মমানবতার সেবায় হাত বাড়ালেন চিকিৎসকদের সংগঠন ডু-সামথিং ফাউন্ডেশন। ২২ অক্টবর সরেজমিনে গিয়ে জানা যায়, নীলফামারী ডিমলা উপজেলা ৬নং নাউতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত্য আকবর আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৬০)। দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ১ হাত ও ২ পা অচল হয়ে যায়। বর্তমান সে একজন কর্মক্ষম হয়ে জীবন যাপন করছেন। মাথা গোজার জন্য ছিল একখানা মাত্র খড়ের ঘর সেটিও ভাঙ্গা। তাঁর এ ঘর থেকে দূর আকাশের সবকিছুই দেখা যায়। সমসাময়িক বর্ষায় খড়ের ঘরটি মূখথুবরে পরে গেছে। তিনি ও তাঁর সহধর্মিনী কে নিয়ে অতি কষ্টে রাত্রি যাপন করতেন। তাঁর এই দূঃসময়ে পিলারসহ ১টি টিনের ঘর, হুইলচেয়ার এবং ১টি টিউবওয়েল স্থাপন করা হয়।

এ ব্যাপারে উপকারভোগী মোফাজ্জল হোসেন বলেন, আমি যে এমন কিছু পাবো জীবনে ভাবতেও পারিনি। যারা আমাদের মত অসহায়দের পাশে দাড়িয়েছে আমি তাদের মঙ্গল কামনা করছি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন