শরণখোলায় করাতকল থেকে নিষিদ্ধ সুন্দরী কাঠ জব্দ

  27-10-2020 09:24PM


পিএনএস ডেস্ক: বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি করাতকল (স'মিল) থেকে ৩০ ঘনফুট নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করেছে জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ইসমাইল মুন্সী ও আমিনুল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাতকল থেকে এসব কাঠ জব্দ করা হয়।

ধানসাগর স্টেশনের কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে করাতকল থেকে ৩০ ঘনফুট সমপরিমাণের ১২ টুকরা সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। এসময় স’মিলের করাত খুলে নেওয়া হয়।

এসব কাঠ চোরাকারবারিরা সুন্দরবনের কলমতেজী ও ধানসাগর এলাকা থেকে কেটে গোপনে করাতকলে চেরাই করার উদ্দেশে এনেছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া কাঠ ধানসাগর স্টেশন অফিসে নেওয়া হয়েছে। এ ঘটনায় করাতকল মালিকসহ জড়িতদের শনাক্ত করে মামলা করা হবে বলেও জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন