ফেসবুক চালাতে নিষেধ করায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!

  28-10-2020 02:47AM

পিএনএস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফেসবুক ব্যবহারে নিষেধ করায় এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার খাঁড়খাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না (২২) ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ও সুরঙ্গচাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাকিবের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর পূর্বে উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের রাকিবের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিল স্বপ্না। তাদের একটি আড়াই বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন স্বপ্নার স্বামী রাকিব। বিয়ের পর থেকে স্বপ্না বেশি সময় বাবার বাড়িতেই থাকতো।

নিহতের বড় বোন জানান, স্বপ্নার সঙ্গে তার স্বামী রাকিবের প্রায়ই ইমো ও ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হতো। সোমবার রাতে স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন তার স্বামী। তাদের ধারণা, এ থেকে রাগে ও ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন