পাইকগাছায় অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান রুস্তম গ্রেফতার

  29-10-2020 06:24PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অস্ত্র-গুলিসহ সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান রুস্তম গাজী (৫০) দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২.১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের এসআই তাকবীর হোসেন, তনয় পাল, হুসাইন ও এএসআই নাছির অভিযান চালিয়ে উপজেলার হরিঢালী ইউপি'র উত্তর সলুয়া রুস্তমের বসত ঘরের আলমারীতে লুকানো অবস্থায় ১০ রাউন্ড গুলিসহ ২টি রিভলবার, ১টি পিস্তল, ১টি করে চাপাতি, করাত ও হাতুড়ি উদ্ধার করেন। অভিযানকালে রুস্তম সহ তার স্ত্রী নিলুফাকে আটক করা হয়।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মোঃ এজাজ শফী জানান, সুন্দরবন কেন্দ্রীক বনদস্যু গ্রেপ্তারের অংশ হিসেবে অস্ত্র-গুলি সহ বাহিনী গ্রধান রুস্তমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, উল্লেখিত রুস্তম গাজী ও তার স্ত্রী মোছাঃ নিলুফা খাতুনকে আটক পূর্বক তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রুস্তম গাজী উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৃতঃ বাছের গাজীর পুত্র। বসবাসের স্বার্থে একই উপজেলার উত্তর সলুয়া গ্রামে অবস্থান করছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন