শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

  30-10-2020 03:23PM

পিএনএস ডেস্ক: সীমিত পরিসরে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নৌপথের জাজিরা পয়েন্টের চায়না নৌ-চ্যানেল দিয়ে পরীক্ষামূলকভাবে একটি ফেরি ছাড়া হয়। ফেরিটি কোনো বাধা ছাড়াই কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল ১০টা থেকে ছোট ফেরি তিনটি ও কে-টাইপের দুটি ফেরি এই নৌ-চ্যানেল দিয়ে চলাচল করছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, চলাচলের উপযোগী ১৪টি ফেরি থাকলেও আমরা এখন ৫টি ফেরি চালাতে পারছি। চ্যানেলটি রাতে ফেরি চলাচলের উপযোগী নয়। আপাতত আমরা রাতে ফেরি চলাচল বন্ধ রাখব। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ লৌহজং পয়েন্টের আগের চ্যানেলের খননকাজ চলছে। ঠিক হলে আবার আগে মতো ফেরি চলানো যাবে।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম বলেন, সকালে কয়েকটি পণ্যবাহী ট্রাক ছাড়া যানবাহনের কোনো চাপ ছিল না। ১২টার পরে কিছু যানবাহন ঘাটে আসতে শুরু করেছে। কিন্তু ফেরিতে খুবই সীমিত লোড নেওয়া হচ্ছে। তাই উভয় ঘাটেই যানবাহনের কিছুটা চাপ আছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন