ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ

  31-10-2020 02:00PM


পিএনএস ডেস্ক: ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌরসভার জৈনপুরী খানকা সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গলাচিপা ইমাম পরিষদ এর ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ দশ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন গলাচিপা ইমাম পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. অলিউল্লাহ, সাব রেজি. জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. কাইয়ুম ও কাজি অফিস জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. হুমায়ুন।

সভায় বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান। এছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রাসের দূতাবাস বন্ধের দাবি জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন