তানোরের একটি গ্রাম হবে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’

  20-11-2020 04:08PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আরেক রূপ প্রতিটি গ্রাম হবে আদর্শ অথবা মডেল গ্রাম। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে "বঙ্গবন্ধু মডেল গ্রামের" কার্যক্রম শুরু হবে দ্রুত। বাংলাদেশের দশটি উপজেলার মধ্যে রয়েছে রাজশাহীর তানোর উপজেলার নাম।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সুশান্ত কুমার মাহাতো। তিনি বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু মডেল গ্রামের’ কার্যক্রম শুরু হবে দ্রুত। বাংলাদেশের দশটি উপজেলার মধ্যে রয়েছে রাজশাহীর তানোর উপজেলা। বাস্তবায়নের-পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তবে আমরা উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রাম ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করছি। ’

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন