কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

  21-11-2020 12:17PM


পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ১০৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে জড়ো হন। তারা কাঁটাতারের কাছে গেলে ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্যা করে গুলি ছুড়ে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হন।

এ সময় তা‌র সঙ্গীরা তা‌কে উদ্ধার ক‌রে রৌমারী স্বাস্থ্যে কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

বিজিবি-৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য‌ নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত হাসিনুর একজন গরু ব্যবসায়ী। গরু পাচারের উদ্দেশ্যে গভীর রাতে ভারতের ওই সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন