রাজবাড়ীতে করোনা সচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

  21-11-2020 01:58PM


পিএনএস ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজবাড়ীতে সপ্তাহব্যাপী সচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে রাজবাড়ীর বঙ্গবন্ধু চত্বর, কোর্ট চত্বর এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি। এছাড়া জেলা প্রশাসকের দপ্তর থেকে তিনটি গ্রুপ সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করবে। জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও রাজবাড়ীর ৫ উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতায় গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি গ্রুপ ক্যাম্পেইন করছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, মো. আরিফুজ্জামন, ফারজানা আক্তার, মো. হাবিবুল্লাহ, সাইফুল হুদা, বিপুল শিকদার উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন