নেত্রকোনায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

  21-11-2020 07:00PM

পিএনএস ডেস্ক : নেত্রকোনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলার পূর্বধলা উপজেলার বামনকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক তারা মিয়া (২৮) ও যাত্রী হারুন (৩৫)। তারা মিয়া ময়মনসিংহের তারাকান্দা থানার লালমা বিশকা গ্রামের আব্দুল রশিদের ছেলে এবং হারুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরআলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে সিএনজিটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের বামনখালী নামক স্থানে একটি ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হারুন মারা যান এবং চালক তারা মিয়া গুরুতর আহত হন। পরে আহত তারা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১১টার দিকে সেখানেই মারা যান।

এ বিষয়ে দুপুরে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ব্যক্তিদের ময়নাদতন্তের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন