বগুড়ায় বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

  22-11-2020 04:15PM

পিএনএস ডেস্ক: বগুড়ায় বাসের চাপায় ব্যাটারীচালিত অটোভ্যানের ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি (আমতলা) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাথারী গ্রামের মোঃ মোল্লা হাজীর ছেলে আব্দুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহসুলতান (৯)।

জানা গেছে, একটি ব্যাটারী চালিত অটোভ্যান পাঁচজন যাত্রী নিয়ে চান্দাইকোনা বাজারের দিকে যাচ্ছিলো। ধনকুন্ডি নামকস্থানে ঢাকাগামী একটি বাস আল রিয়াদ পরিবহন পিছন থেকে অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। অপর তিনজনের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস ডেস্ক: বগুড়ায় বাসের চাপায় ব্যাটারীচালিত অটোভ্যানের ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি (আমতলা) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাথারী গ্রামের মোঃ মোল্লা হাজীর ছেলে আব্দুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহসুলতান (৯)।

জানা গেছে, একটি ব্যাটারী চালিত অটোভ্যান পাঁচজন যাত্রী নিয়ে চান্দাইকোনা বাজারের দিকে যাচ্ছিলো। ধনকুন্ডি নামকস্থানে ঢাকাগামী একটি বাস আল রিয়াদ পরিবহন পিছন থেকে অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। অপর তিনজনের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন