বগুড়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪

  22-11-2020 11:45PM

পিএনএস ডেস্ক : বগুড়ার শেরপুরে বাসচাপায় অটোরিকশার আহত যাত্রীদের মধ্যে আনোয়ারা বেগম (৫০) নামে আরো একজন নারী মারা গেছেন। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন।

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ারা বেগম শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমানুল্লাহ প্রাং-এর স্ত্রী। এদিকে ঢাকাগামী আল রিয়াদ পরিবহনের ঘাতক বাসটি সিরাজগঞ্জের হাটিকুমারুল হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি (বেতগাড়ি) নামক স্থানে বাসের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর তিনজন আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম বলেন হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনের মধ্যে এক নারী মারা গেছেন। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন