নারী উদ্যোক্তাদের বাজারে প্রবেশাধিকার নিশ্চিতকরণে মতবিনিময়

  25-11-2020 04:30PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : স্থানীয় বাজারে নারী উদ্যোক্তাদের প্রবেশাধিকার নিশ্চিতকরণে জেলা পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে, একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সুন্দরগঞ্জ উপজেলার এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আয়োজনে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা পরিষদ মিলানায়তন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প ব্যবস্থাপক ড. শওকত আকবর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খন্দকার মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার শাহ মো. মোয়াজ্জেম হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল, ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদ বকুল, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নাণ আকন্দ, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, সুন্দরগঞ্জ উপজেলা নারী এসাসিয়েশনের সভাপতি মিলি বেগম, এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও রুমা খাতুন, এফএফ মশিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান, বাজার মার্কেট কমিটির সদস্য, নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যে প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড তুলে ধারা হয়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন