জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা!

  25-11-2020 11:49PM

পিএনএস ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ওহাব সরকার (৭০)। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে ওহাব সরকারের সঙ্গে ছেলে লিয়াকত সরকারের (৫০) বিরোধ ছিল। আজ সকালে ওহাব সরকার জমিতে গেলে ছেলে লিয়াকত লাঠি দিয়ে তাকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘সম্পত্তি লিখে না দেওয়ার কারণে লিয়াকত সরকার তার বাবাকে পিটিয়ে হত্যা করে।’

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, পিটিয়ে হত্যা করেছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জমিজমা নিয়ে বাবা-ছেলের সঙ্গে বিরোধ ছিল।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন