তানোরে বেতন গ্রেড উন্নীত করার দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  26-11-2020 07:11PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : টেকনিক্যাল পদমর্যাদাসহ নিয়োগ বিধি সংশোধন করে বেতন গ্রেড উন্নীতর দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে কর্মবিরতি পালন শুরু করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন তারা। উপজেলার ৭টি ইউনিয়নে কমর্রত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকরা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন।

এসময় বক্তব্য রাখেন- সভাপতি আইয়ূব আলীসহ ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা।

তারা বলেন, অবিলম্বে তাদের বেতন গ্রেড উন্নীত করে স্বাস্থ্য সহকারী ১৩তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ১১তম গ্রেড দিতে হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন