পিএনএস ডেস্ক : সৈয়দপুর পোড়াহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় আমির হোসেন হৃদয় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ঘটনাটি ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
পিএনএস/এএ
সৈয়দপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত
