লরি-সিএনজি সংঘর্ষে নিহত ২

  01-12-2020 12:13PM

পিএনএস ডেস্ক: তেলের লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ চতুরা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০)। নিহত জাহাঙ্গীরের বাড়ি রায়পুর উপজেলায় ও রুনা বেগমের বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসছিল। এ সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লরির চাকা ফেটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে লরিটি চাপা দেয়। এর পর দুটি যানই খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লরির চালক পলাতক রয়েছেন। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন