নেত্রকোনায় সাতপাই কালী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরি

  01-12-2020 11:41PM

পিএনএস ডেস্ক : নেত্রকোনার শত বছরের পুরনো সাতপাই শ্রী শ্রী কালী মন্দিরের ভেতরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রসাদ দেয়ার সময় এ ঘটনা ঘটলে খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। সাথে পুলিশের সংশ্লিষ্ট থানার ওসিসহ সকল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করেন পরিদর্শনকারীরা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন পন্ডিত অভিযোগ করেন, চোর বাইরে থেকে পূজা দেয়ার ভাব নিয়ে মন্দিরে প্রবেশ করে। টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধুতে দেখা গেছে। পরবর্তীতে চুরি করে পালিয়ে যায়। এসময় প্রতিমার গায়ে থাকা ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ছিলো যেগুলো নিয়ে গেছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, আমরা সিসি টিভি ফুটেজ পেয়েছি। এখানে হুট করে চুরি করে ফেলার মতো পরিবেশ নেই। চোর হয়তো আশপাশের এলাকারই হয়ে থাকতে পারে। তবে যেই হোক আমরা তাকে ধরতে অচিরেই সক্ষম হবো।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন