নান্দাইলে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা

  02-12-2020 05:31PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে মাস্ক না পরার কারণে পথচারী, দোকানদার এবং ক্রেতা- বিক্রেতাসহ ২০ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ডিসেম্বর ) দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক নান্দাইল চৌরাস্তা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ এরশাদ উদ্দিনের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

মোঃ এরশাদ উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ২০ জনের কাছ থেকে ৭হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহারে সচেতন করতে ব্যাপক প্রচারনা চালানো হয়। যারা মাস্ক পড়েনি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক পড়িয়ে দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মোঃ এরশাদ উদ্দিন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন