শেরপুরে বাসে তল্লাশি: ফেন্সিডিলসহ আটক ২

  03-12-2020 04:47PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত বুধবার (০২ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাঁড়ই বাসষ্ট্যান্ডস্থ একটি খাবার হোটেলের সামনে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের শেরপুর থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অভিযানে আটকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার বাটিকামারী গ্রামের কাওছার আলীর ছেলে মোহাম্মদ নাসির (৩৬) ও জয়পুরহাট জেলার সদর উপজেলার দো-পানি গ্রামের মাবুদ মিয়ার ছেলে মো. মফিজুল ইসলাম (২৮)। মামলার বাদি জেলা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, নওগাঁ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৪-৬০২০) উক্ত পৌঁছলে বাসটিতে তল্লাশি চালানো হয়। এসময় উক্ত পরিমান ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দেয়া হয়। এদিকে আটক ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন