রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী আটক

  04-12-2020 02:52PM

পিএনএস ডেস্ক: রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান চালায়।

আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবির কর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার রাতে নগরীর হেতেম খা এলাকার একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা নাশকতার জন্য গোপন বৈঠক করছিলো। এসময় আটককৃতদের থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতদের নাশকতার মামলায় চালান দেওয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন