চাল চুরির মামলায় কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান

  12-01-2021 03:30PM

পিএনএস ডেস্ক : করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি মাহেন্দ্র আটক করে পুলিশ। এ সময় উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের জমশের আলীর ছেলে মাহেন্দ্রচালক ইসমাইল হোসেন এবং হেলপার মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিয়াদ ও ভেন্ডাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

অবৈধ উপায়ে সরকারি চাল আত্মসাতের অভিযোগ এনে পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রশীদ বাদী হয়ে পরদিন ৯ এপ্রিল রাতে থানায় মামলা করেন। মামলায় সাতজন এজাহারভুক্তসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার হোতা হিসেবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন